উইকএন্ড ট্রিপে পাল্লা রোড

উইক এন্ড ট্রিপ 
পাল্লারোড 
আমি তখন অফিসে, পল্লবের ফোন এল আজ উইকএন্ড ট্রিপে পাল্লা রোড যেতে হবে কারণ দামোদর নদীতে অনেক জল এসেছে, ক্ষীণকায়া দামোদর 
এখন দু কুল ছাপিয়ে বয়ে যাচ্ছে। এর সাথে আমাকে বলে দেয়া হোলো শুভ যাত্রা দুপুর আড়াইটে। আমার মোতো ভবঘুরে প্রকৃতিপ্রেমী লোকের  এমন একটা প্রস্তাব প্রত্যাখ্যান করা খুব মুশকিল তাই বললাম শুভ যাত্রা আড়াইটে  নয় তিনটে। 
      যথারীতি তিনটের সময় আমরা চার বন্ধু রহনা দিলাম পাল্লারোডের
উদ্দেশে। মাঝে মধ্যে কয়েক পসরা করে  বৃষ্টি হয়ে  যাচ্ছে। রাস্তার দুই পাশে বর্ষাস্নাত সবুজ গাছের সারি, এর ঠিক পিছনেই মখমলি সবুজ ধানের জমি, আর তার বুকচিরে চলে গেছে চকচকে কালো পিচের রাস্তা। আমাদের গাড়ি দুরন্ত গতিতে ছুটে চলেছে বর্ষণমুখর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধোরে। ভরা বর্ষায় নদী যেন পূর্ণযৌবনা হোয়ে ওঠে, মন ব্যাকুল হোয়ে আছে কখন নদীর ছলাৎ ছলাৎ শব্দ শুনবো। ট্রেকিং করার সময় কতবার টিম ক্যাপ্টেন কে বুজিয়ে সুজিযে নদীর যতটা সম্ভব কাছে গিয়ে টেন্ট করেছি যাতে  সারারাত টেন্ট এর মধ্যে থেকে নদীর বয়ে চলার কুল কুল শব্দ সোনা যায়। নদীর বয়ে চলার মধ্যে অদ্ভুত এক মাদকতা থাকে যার টানে আমরা আজ পাল্লারোড চলেছি। টোলটাক্স পেরিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে বাঁদিকে বাক নিয়ে, পাল্লা রোড স্টেশন এর রেলগেট পেরিয়ে নদীর যতটা সম্ভব কাছে এসে গাড়ি থামলো। এখান থেকে অল্প একটু হাঁটা পথে একদম নদীর কাছে এসে পৌঁছলাম। জেলেদের নৌকা মাছ ধোরে পাড়ে ফিরে আসছে, কয়েকজন নদীতে মাছের আসায় জাল ফেলছে। রাস্তার পাশে কতকগুলো নৌকা সারানোর কাজ চলছে। আমরা নদীর একদম কাছে এসে গেলাম। এই ভরা বর্ষায় নদীতে এখন অনেক জল, কুল কুল কোরে বয়ে চলেছে দামোদর নদী। নদীর পাড়ে একটা ছোট্ট বাঁশের জেটি, গ্রামের লোকেরা বাইক নিয়ে তাঁদের নিত্য প্রয়োজনীয় জিনিস এর পসরা নিয়ে বাঁশের জেটির ওপর দিয়ে নৌকায় উঠছে, ছোট্ট নৌকা তাঁদের পৌঁছে দিচ্ছে নদীর অপর পাড়ে। নদীর অপরপাড়ে দূরে কোথাও তাঁদের গ্রাম।  দিনান্তে সূর্য চলেছে পাটে, সে তার সমস্ত রং নিয়ে হাজির নদীর বুকে, নদীর জলে তার প্রতিফলন চোখ ধাঁদিয়ে দিচ্ছে। একটা সুন্দর বিকালের শেষে, সূর্য ডুবতে ডুবতে তার সমস্ত রং রূপ ঢেলে দিলো দামোদরের বুকে, তখন তার বুক জুড়ে গলিত লাভার স্রোত বয়ে চলেছে। একটা সুন্দর দিনের হোলো শেষ। আমরা ফিরে চললাম শক্তিগড়ের দিকে, সেখানের  বিখ্যাত লাংচা নিয়ে চললাম বাড়ির পথে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রহস্যময় রূপকুন্ড

শিলাবতী নদীর তীরে গণগনি।