মোগলমারী বৌদ্ধমহাবিহার হারিয়ে যাওয়া ইতিহাসের খোঁজে।

মোগলমারী হলো পশ্চিম মেদিনীপুরের দাঁতন ব্লকের প্রতন্ত এক গ্রাম। গ্রামের লোকেরা মনেকরেন এক সময় এই অঞ্চলে মোঘল ও পাঠানদের মধ্যে প্রচন্ড যুদ্ধ হয়েছিলো, তাতে প্রচুর মোঘল সৈন্য মারা গিয়েছিলো তাই এই অঞ্চলের নাম হয় মোগলমারী। যদিও এটা নিয়ে বিতর্কের অবকাশ আছে। আজকে মোগলমারী জগতে বিখ্যাত সেখানকার প্রত্নাআবিষ্কারের জন্য। এখানে খনন কার্যের ফলে আবিষ্কৃত হয়েছে খিষ্ট্রীয় ষষ্ট শতকের এক বৌদ্ধ মহাবিহারের। তখন মোঘলমারি গ্রামবাংলার আর পাঁচটা গ্রামের মতো একটা গ্রাম। গ্রামের একদিকে উঁচু একটা ঢিবি, যার নাম সকিসেনা ঢিবি, ঢিবির পাশে গ্রামের লোকেরা ক্লাব বানিয়েছে যেটা আসলে থিয়েটারের স্টেজ, ঢিবিতে বোসে লোক থিয়েটার দেখে। দাঁতনের স্থানীয় শিক্ষক নরেন্দ্র নাথ বিশ্বাস মহাশয়ের মোনে এসেছিলো ওই সকিসেনা ঢিবির মধ্যে প্রত্নতাত্বিক সম্ভাবনা থাকতে পারে। তাই তিনি তার মনের কথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অশোক দত্ত কে জানিয়ে ছিলেন। চাইনিস পরিব্রাজক হিউএনসাঙ এর লেখা বইয়ের বর্ণনা থেকে জানা যায় তাম্রলিপ্তত...